ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য খেলা

টাইব্রেকারে মোহামেডানকে হারিয়ে ফাইনালে ঊষা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ৬, ২০১৬
টাইব্রেকারে মোহামেডানকে হারিয়ে ফাইনালে ঊষা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: ক্লাব কাপ হকি প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে মোহামেডানকে টাইব্রেকারে ৭-৫ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঊষা ক্রীড়া চক্র। ফলে, ক্লাব কাপ হকির মুকুট ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল ঊষা ক্রীড়া চক্র।

 

শুক্রবার (০৬ মে) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে মিমো-সারোয়াররা।

প্রথম সেমিফাইনালের এ ম্যাচে খেলার নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র থাকায় সরাসরি পেনাল্টি শুট আউটের মাধ্যমে ফলাফল নিষ্পত্তি করা হয়।

নির্ধারিত সময়ের খেলায় ঊষার হয়ে সপ্তম মিনিটের মাথায় গোল করেন কৃষ্ণকুমার দাস। ২৮ মিনিটে সমতায় ফেরে মোহামেডান। দলকে ম্যাচে ফেরান তাসাওয়ার আব্বাস। ৩৯ মিনিটের মাথায় লিড নেয় মোহামেডান। গোল করেন ওমর ভাট্টো। তবে, এগিয়ে থাকা মোহামেডানকে খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে দেয়নি ঊষা। ম্যাচের ৪১ মিনিটের মাথায় মো: শফিক বিন চোলানের গোলে সমতায় ফেরে ঊষা।

ওমর ভাট্টো মোহামেডানের হয়ে দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করলে আরেকবার লিড নেয় মোহামেডান। তবে, পুস্কর ক্ষিসা মিমোর ৬৯ মিনিটে দেওয়া গোলে আবারো সমতায় ফেরে ঊষা।

এরপর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। আর তাতে ঊষার হয়ে মাহাবুব হোসেন প্রথম শটে ব্যর্থ হলেও পরে কৃষ্ণ কুমার দাস, ফাইজাল বিন শারি, নাইম উদ্দিন, পুস্কর ক্ষিসা মিমো গোল করেন। আর মোহামেডানের তাসাওয়ার আব্বাস, রিজওয়ান জুনিয়র গোলের দেখা পেলেও কামরুজ্জামান রানা ও ওমর ভাট্টা ব্যর্থ হন।

শনিবার (০৭ মে) দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর মুখোমুখি হবে মেরিনার ইয়াংস।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।