ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য খেলা

স্বাধীনতা দিবস ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
স্বাধীনতা দিবস ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও বাংলাদেশ পুলিশ ওয়াটার পোলো দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫-৩ গোলের ব্যবধানে সবুজ দল চ্যাম্পিয়ন ও লাল দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী জনগণ খেলা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।