ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

অন্যান্য দল

স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্যফ্রন্টবৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক চলছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন ড. কামাল হোসেন।

উপস্থিত আছেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেএসডির সভাপতি আসম আব্দুর রব,  গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহসীন রশীদ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পরবর্তী করণীয়, ডাকসু ভিপি নূরের ওপর হামলা, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূটি নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ