ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

ঝিনাইদহে ১৯ জামায়াত নেতাকর্মীসহ আটক ৭৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, ডিসেম্বর ২৭, ২০১৮
ঝিনাইদহে ১৯ জামায়াত নেতাকর্মীসহ আটক ৭৯

ঝিনাইদহ: ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জামায়াত নেতাকর্মীসহ ৭৯ জনকে আটক  করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বাংলানিউজকে জানান, রাতভর অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থেকে ২১ জন, শৈলকুপায় ১২ জন, হরিণাকুণ্ডে ৩ জন, কালীগঞ্জে ৮ জন, কোটচাঁদপুরে ৭ জামাতসহ ৯ জন, মহেশপুরে ১২ জামাতসহ ২৪ জনকে আটক করা হয়েছে।

এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।  

এসময় কোটচাঁদপুর থেকে ৬টি হাতবোমা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ