bangla news

তার পরিবার কি স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবে?

ডঃ শাখাওয়াৎ নয়ন, কনট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-২৩ ৬:৫৭:০৫ এএম
শহীদ ফয়জুর রহমান আহমেদ

শহীদ ফয়জুর রহমান আহমেদ

‘শহীদ ফয়জুর রহমান আহমেদ’ নামে একজন এ বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। উনি কি সেই মহান ব্যক্তি, যিনি বাংলাদেশের ত্রিরত্ন হ‍ুমায়ূন আহমেদ, মুহম্মাদ জাফর ইকবাল এবং আহসান হাবীব এর পিতা? যদি তাই হয়, তাহলে বলবো-ভাগ্যের কী নির্মম পরিহাস! এই দেশে তারই হত্যাকারীদের দোসর শর্ষিনার পীর কুখ্যাত রাজাকার মওলানা আবু জাফর মোহাম্মদ সালেহকেও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

১৯৮০ সালে জিয়াউর রহমানের আমলে সেই রাজাকার স্বাধীনতা পুরস্কার পেয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন, শহীদ ফয়জুর রহমান আহমেদ এর পরিবারের সদস্যদের আজ কেমন অনুভুতি হতে পারে? একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শর্ষিনার পীরের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির সমালোচনা করে প্রয়াত লেখক হ‍ুমায়ূন আহমেদ পত্রিকাতে একটি নিবন্ধ পাঠিয়েছিলেন। তাঁর সেই লেখা তখন পত্রিকাওয়ালারা প্রকাশ করেননি।   হ‍ুহায়ূন আহমেদ, ড.জাফর ইকবাল ও আহসান হাবীব

এখানেই শেষ নয়, এই শর্ষিনার পীরের কথা বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনীতেও আছে। ১৯৫৪ সালের নির্বাচনের সময়কার কথা উল্লেখ করতে গিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, “কয়েকটি সভায় বক্তৃতা করে বুঝতে পারলাম, ওয়াহিদুজ্জামান সাহেব শোচনীয়ভাবে পরাজয় বরণ করবেন। … জামান সাহেব ও মুসলিম লীগ যখন দেখতে পারলেন তাদের অবস্থা ভালো নয়, তখন এক দাবার ঘুঁটি চাললেন। অনেক বড় বড় আলেম, পীর ও মওলানা সাহেবদের হাজির করলেন। … ‘আমাকে ভোট দিলে ইসলাম থাকবে না, ধর্ম শেষ হয়ে যাবে।’ শর্ষীনার পীর সাহেব, বরগুনার পীর সাহেব, শিবপুরের পীর সাহেব, রহমতপুরের শাহ সাহেব সকলেই আমার বিরুদ্ধে যত রকম ফতোয়া দেওয়া যায় তা দিতে কৃপণতা করলেন না।”     

২০১৭ সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের নামের তালিকায় ‘শহীদ ফয়জুর রহমান আহমেদ’ এর নামটি দেখে যেমন ভালো লাগছে, আবার খারাপও লাগছে, খুউব। রত্নগর্ভা প্রয়াত আয়শা ফয়েজ, যিনি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রথম মামলা করেছিলেন। যদিও তখন তাঁর মামলা কেউই নিতে চায়নি। হ‍ুমায়ূন আহমেদ তাঁর মায়ের সেই মামলা করার প্রচেষ্টা দেখে ‘জলিল সাহেবের পিটিশন’ নামক একটি অসাধারণ গল্প লিখেছেন। হ‍ুমায়ূন আহমেদ যদি আজ বেঁচে থাকতেন, তিনি কিভাবে তার অনুভূতি ব্যক্ত করতেন? জাফর ইকবাল স্যার? তারা কি তাদের পিতার পক্ষে এই স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন?  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্ট‍া, মার্চ ২৩, ২০১৭
জেডএম/
       
   

 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মুক্তমত বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2017-03-23 06:57:05