ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কর্পোরেট কর্নার

রমজানে অচেনা চেহারায় মক্কার গ্র্যান্ড মসজিদ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
রমজানে অচেনা চেহারায় মক্কার গ্র্যান্ড মসজিদ

ইসলাম ধর্মাবলম্বিদের কাছে পবিত্রতম শহর মক্কা। প্রতিবছর হজের কেন্দ্রবিন্দু থাকে এ শহর। বিশ্বের লাখো মুসল্লি হাজির হন সেখানে। এখন রমজান মাস। আর মাস তিনেক পরেই হজ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে হজ শঙ্কায় আগে থেকেই। রমজানেও একেবারে অচেনা চেহারায় মক্কা শরিফ।

মক্কার সবচেয়ে বড় গ্র্যান্ড মসজিদ ঘিরে প্রতিবছর রমজানে থাকে উৎসবের আমেজ। সৌদি বাদশার কঠোর নিষেধজ্ঞায় সেই মসজিদেও সীমিত করা হয়েছে তারাবিসহ সব ওয়াক্তের নামাজ।

যদিও কিছুটা শিথিল করা হয়েছে রমজান উপলক্ষে। তবু রমজানে শেষ কবে এমন চেহারা মক্কা গ্র্যান্ড মসজিদে দেখা গেছে ঠিক নেই।

ছবিতে দেখে নেওয়া যাক প্রথম রমজানে কেমন ছিল মক্কা গ্র্যান্ড মসজিদের চিত্র:

..মক্কা গ্র্যান্ড মসজিদ সংলগ্ন কাবা শরিফে চলছে তারাবির নামাজ। অন্যবার পুরো চত্বরে মুসল্লিদের ঠাঁই মেলে না। এবার সেখানে শখানেক মুসল্লি।

...নামাজের পর জীবাণুমুক্ত করা হচ্ছে কাবা শরিফ প্রাঙ্গণ।

..রমজানে কাবা শরিফ। এ চিত্র একেবারেই বেমানান।

..রমজানে ফাঁকা গ্র্যান্ড মসজিদ।

..প্রথম রমজানের দিন কাবা শরিফের দরজার সামনে পুলিশ প্রহরা।

..প্রতিবছর রমজান মাসজুড়ে গ্র্যান্ড মসজিদে অন্তত ১০ লাখ মানুষ নামাজ আদায় করেন। এবার এভাবে চলতে থাকলে সেই সংখ্যা ১০ হাজারও হবে না।

..প্রতিবছর রমজানে মক্কাবাসী পরিবারের সঙ্গে ইফতার শেষে চেষ্টা করেন গ্র্যান্ড মসজিদে নামাজ আদায়ের চেষ্টা করেন। এবার সেটা এমন কয়েকজনে সীমাবদ্ধ করোনা ভাইরাসের কারণে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ