ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অপার মহিমার রমজান

চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মে ৬, ২০১৯
চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা ছবি : প্রতীকী

ঢাকা: পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সোমবার (০৬ মে) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়।

নতুন চাঁদ দেখা যাওয়ায় সোমবার (০৬ মে) দিনগত শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সঙ্গে সোমবার এশার নামাজের পর দেশের মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত।

সোমবার ( ০৬ মে)  সন্ধ্যা সাড়ে সাতটায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।  এ সময় সারাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার অনুরোধও জানান প্রতিমন্ত্রী।

এ হিসেবে আগামী ২৬ রমজান (০১ জুন) শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে কদর উদযাপিত হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমএইচ/এমএমইউ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অপার মহিমার রমজান এর সর্বশেষ