ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অপার মহিমার রমজান

মসজিদুল হারামে এবার তারাবি পড়াবেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, মে ১, ২০১৯
মসজিদুল হারামে এবার তারাবি পড়াবেন যারা মসজিদুল হারামে যারা তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন।

পবিত্র মক্কা শরিফের মসজিদে হারামে যেসব ইমাম তারাবির নামাজ পড়ান, গোটা মুসলিমবিশ্বে তাদের আলাদা একটা সম্মান-মর্যাদা রয়েছে। ভাগ্যবান যেসব মুসলিম সরাসরি তাদের ইমামতিতে নামাজ আদায়ের সুযোগ লাভ করেন তারা তো বটেই; লাইভ চ্যানেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মুমিন-মুসলমানও প্রতিনিয়ত মুগ্ধ হন তাদের সুললিত কন্ঠে পবিত্র কুরআনের তেলাওয়াত শোনে।

মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইমামদের আবেদন এতোই বেশি যে, অনেকে তাদের রেকর্ডকৃত তেলাওয়াত সারাবছর শোনে শোনে আলোড়িত হন। মুমিন-হৃদয়ে আলোড়ন সৃষ্টিকারী সেসব সম্মানিত ইমামদের পরিচয় জানার আগ্রহ কম-বেশি সবার থাকে।

অন্তত নামটা জেনেও অনেকে খুশি হন। মসজিদুল হারামে যারা তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন।
এ বছরের মাহে রমজানে মক্কার পবিত্র হারাম শরিফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছয়জন ইমামকে প্রতিদিন তারাবি ও শেষ দশরাতে তাহাজ্জুদের নামাজে ইমামতি করার দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট রুটিন মাফিক তারা পালাক্রমে তাদের এ গুরু দায়িত্ব পালন করবেন।

যারা তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন

• শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস

• শায়খ ড. সাউদ আশ-শুরাইম

• শায়খ ড. আবদুল্লাহ আল-জুহানি

• শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি

• শায়খ ড. বান্দার বালিলাহ

• শায়খ ড. মাহের আল-মুয়াইকালিমসজিদুল হারামে যারা তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামতি করবেন।
প্রসঙ্গত রমজানের প্রথম তারাবি শুরু হবে শায়খ সাউদ আশ-শুরাইমের সুমধুর ও হৃদয়ছোঁয়া তেলাওয়াতে। বিতিরের নামাজে প্রথম দুয়ায়ে কুনুত পড়বেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। পবিত্র লাইলাতুল কদর ও রমজানের ২৯ তম রাতে খতমে কোরআনের দোয়াও পরিচালনা করবেন শায়খ আবদুর রহমান সুদাইস।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অপার মহিমার রমজান এর সর্বশেষ

welcome-ad