ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অপার মহিমার রমজান

জেলা পর্যায়ের হজ প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ৬, ২০১৮
জেলা পর্যায়ের হজ প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু আশকোনা হজ ক্যাম্পে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ২০১৮ সালে হজে গমনেচ্ছুক হজযাত্রীদের প্রশিক্ষণ দিতে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কাজের উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বুধবার (০৬ জুন) দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে ধর্মমন্ত্রী বলেন, সুন্দরভাবে হজ পালনের জন্য হজযাত্রীদের ধর্মীয় ও আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।

সেজন্য আমরা হজের প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করে সারা দেশে সরকারি ও বেসরকারি সব হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছি।

তিনি বলেন, জেলা পর্যায়ে হজ প্রশিক্ষক তৈরির মাধ্যমে দেশের সকল হজযাত্রীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

মতিউর রহমান আরো বলেন, আপনারা এ প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে যে জ্ঞান লাভ করবেন তার আলোকে হজযাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণ দেবেন। উন্নত হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি দিক নির্দেশনায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় কাজ করছি আমরা।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লক্ষ ২০ হাজার হজযাত্রী হজ করবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অপার মহিমার রমজান এর সর্বশেষ