ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অলিম্পিক

নিজের সেরা টাইমিং নিয়ে ৫৪তম সাগর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
নিজের সেরা টাইমিং নিয়ে ৫৪তম সাগর ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান রিও ডি জেনেইরো অলিম্পিকে সাঁতারের ৫০ মিটার ফ্রি-স্টাইলে নেমেছিলেন বাংলাদেশের সেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগর। এই ইভেন্টে ২৩ দশমিক ৯২ সেকেন্ডে সাঁতার শেষ করে নিজের সেরা টাইমিং টপকে গেছেন ২৩ বছর বয়সী এই সাঁতারু।

 

অলিম্পিক অ্যকুয়াটিক সেন্টারে ৫০ মিটার ফ্রি-স্টাইলের ৫ নম্বর হিটে নামেন এসএ গেমসে সাতটি ব্রোঞ্জ জেতা সাগর। সেখানে ছিলেন আট সাঁতারু। তাদের মধ্যে পঞ্চম হন সাগর।

৫০ মিটার ফ্রি-স্টাইলে জাতীয় পর্যায়ে সাগরের সেরা টাইমিং ছিল ২৪ দশমিক ০২ সেকেন্ড। এবার রিওতে সেটিও টপকে গেলেন তিনি।

১১টি হিটে মোট ৮৫ জন সাঁতারু অংশ নেন। তাদের মধ্যে ৫৪তম হয়েছেন সাগর। বাংলাদেশের সেরা এই সাঁতারুদের হিটে প্রথম হন সেনেগালের আবদুল খাদরি। তার টাইমিং ছিল ২৩.৬৬ সেকেন্ড। সাগর পেছনে ফেলেন ঘানা, কসোভো আর মঙ্গোলিয়ার তিন সাঁতারুকে। তবে, হিট থেকে সেমি-ফাইনালে উঠেছেন ১৬ জন।

অলিম্পিকে মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে শুক্রবার পুলে নামবেন বাংলাদেশের সোনিয়া আক্তার টুম্পা।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ

welcome-ad