ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অলিম্পিক

অলিম্পিক দলের প্রথম স্বর্ণ আলদিহানির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
অলিম্পিক দলের প্রথম স্বর্ণ আলদিহানির ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে অলিম্পিক দলের হয়ে প্রথম স্বর্ণ জেতালেন ফেহাইদ আলদিহানি। পুরুষ ডাবল ট্র্যাপ শুটিংয়ে সেরা হন তিনি।

তবে নিজ দেশ কুয়েতের হয়ে কীর্তিটি গড়তে না পারায় হতাশ এই শুটার।

কুয়েতের জাতীয় অলিম্পিক কমিটিতে সরকার হস্তক্ষেপ করায় গত বছর দেশটিকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এ কারণেই ব্রাজিলে এবারের অলিম্পিকে দেশের হয়ে খেলতে পারেননি তিনি। খেলছেন অলিম্পিক পতাকাতলে।

 

ফাইনালে ৪৯ বছর বয়সী আলদিহানি ৩০ শটের মধ্যে ২৬ বার ছোট্ট কমলা রংয়ের উড়ান্ত টার্গেটে হিট করেন। রুপা জেতা ইতালির মার্কো ইন্নোসেন্তি ২৪ বার হিট করেন। তৃতীয় হেয় ব্রোঞ্জ জেতেন ব্রিটেনের স্টিভেন স্কট।

এর আগে ২০০০ সালে সিডনিতে ডাবল ট্র্যাপে ব্রোঞ্জ জিতে কুয়েতের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিক পদক জয়ের ইতিহাস গড়েন আলদিহানি। ২০১২ লন্ডন অলিম্পিকেও একটি ব্রোঞ্জ পদক জেতেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ