ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অলিম্পিক

দলগত সাঁতারে ফেলেপসের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
দলগত সাঁতারে ফেলেপসের স্বর্ণ জয় ছবি:সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের দলগত ৪০০ মিটার রিলে সাঁতারে স্বর্ণ জিতেছেন বিখ্যাত অ্যাথলেট মাইকেল ফেলেপস। নিজের অলিম্পিক ক্যারিয়ারে এটি তার ১৯তম আর এবারের আসরে প্রথম স্বর্ণ জয়।

৪০০ মিটার রিলেতে দ্বিতীয় হয়ে রুপা জিতেছে ফ্রান্স আর ব্রোঞ্জ পদক জিতেছে অস্ট্রেলিয়া।

এই স্বর্ণ জয়ের সঙ্গে ফেলেপসের বর্তমান অলিম্পিক পদক ২৩এ ঠেকলো। যেখানে ১৯টি স্বর্ণ, দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ। দলগত এ সাঁতারে যুক্তরাষ্ট্র ৩ মিনিট ০৯.৯২ সেকেন্ডে অতিক্রম করে।

 

রিও অলিম্পিকে এদিন ফেলেপস যুক্তরাষ্ট্রের হয়ে দ্বিতীয় সাঁতারু হিসেবে পানিতে নামেন। যেখানে ফ্রান্সের কাছে তারা পিছিয়ে থাকলেও ফেলেপস এগিয়ে দেন। ফেলেপসের ব্যক্তিগত টাইমিং ছিল ৪৭.১২ সেকেন্ড। পরে রায়ান হেল্ড ও শেষে নাথান আদ্রিয়ান মার্কিনিদের জেতান। আদ্রিয়ান ছিলেন ৪৬.৯৭ সেকেন্ড নিয়ে সেরা টাইমিং।

বেইজিং অলিম্পিকে সাঁতারে সবকটি স্বর্ণ জেতা ফেলেপস ২০১২ সালে অবসের চলে যান। তবে ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নসশিপে ৪০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রে ফ্রান্সের কাছে হেরে গেলে হতাশায় আবারও ফিরে আসেন তিনি।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৬
টিআই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ

welcome-ad