ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

অফবিট

সাপ মারতে পুড়িয়েছেন ৭ কোটি টাকার বাড়ি!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, ডিসেম্বর ৬, ২০২১
সাপ মারতে পুড়িয়েছেন ৭ কোটি টাকার বাড়ি! ছবি: সংগৃহীত

আমেরিকায় সাপের উৎপাতের কথা নতুন নয়। তবে সাপ মারতে গিয়ে বাড়ি পুড়িয়ে ফেলার ঘটনা নতুন।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। আমেরিকায় এক ব্যক্তি সাপকে উচিৎ শিক্ষা দিতে গিয়ে নিজেই শিক্ষা পেয়েছেন।

ঘটনাটি ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডে। বার বার তাড়িয়ে দেওয়া সত্ত্বেও এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েছিলো একটি সাপ। তিনি ঠিক করলেন বন অধিদফতরে খবর না দিয়ে নিজেই সাপটিকে ‘উচিত শিক্ষা’ দেবেন।

পরে রাতে তিনি হঠাৎই দেখেন সাপটি ঘরে ঢুকছে। দেরি না করে ফায়ার প্লেসের ভিতর থেকে জ্বলন্ত কাঠকয়লা নিয়ে সাপটিকে লক্ষ্য করে ছুড়ে মারেন। ভেবেছিলেন ভয় পেয়ে ঘর ছেড়ে চলে যাবে বা জ্বলন্ত কাঠকয়লার আঘাতে মারা যাবে সাপটি।  কিন্তু এরপর যা ঘটল, তার জন্য প্রস্তুত ছিলেন না তিনি।

কাঠকয়লার আঘাতে সাপটির কোনো ক্ষতি না হলেও সেই জ্বলন্ত কাঠকয়লা থেকে বাড়ির আসবাবে আগুন ধরে যায়। আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে আর সামাল দিতে পারেননি ওই ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ততক্ষণে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ওই বাড়িটির মূল্য ছিল প্রায় সাত কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।