ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

অফবিট

কুকুরের বাজানো পিয়ানোর সুরে শিশুর নাচ!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, ডিসেম্বর ২, ২০১৯
কুকুরের বাজানো পিয়ানোর সুরে শিশুর নাচ! কুকুরের বাজানো পিয়ানোর সুরে শিশুর নাচছে। ছবি: সংগৃহীত

ঢাকা: কুকুর একটি প্রভুভক্ত প্রাণী। প্রভুকে খুশি করতেই যেন ব্যস্ত নিত্যদিন! এবার পিয়ানো বাজালো সে! আর সেই পিয়ানোর তালে কোমর দুলিয়েছে এক শিশু।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি শিশু ঘরে খেলা করছে।

আর হঠাৎ সেই ঘরে দৌড়ে প্রবেশ করে একটি কুকুর। এরপর সে চলে যায় রুমে রাখা পিয়ানোর সামনে।

এরপর প্রভুভক্ত প্রাণীটি নিজের সামনের পা দুটি তুলে দিলো পিয়ানোতে। বাজাতে লাগলো পিয়ানো! সুরের তালে তালেই গলা ছেড়ে গান গাইতেও দেখা গেলো পোষা কুকুরটিকে। গানের সুরে কানে পড়তেই খেলনা ফেলে গিটার নিয়ে কোমর দোলাচ্ছিল শিশুটি।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের। কুকুরটির নাম বাডি মার্কারি, এটি সাধারণত ‘রেসকিউ ডগ বা উদ্ধারকারী কুকুর’ হিসেবে ব্যবহৃত হয়। এর মাঝে সে বিখ্যাত হয়ে গেছে পিয়ানো বাজিয়ে।

কুকুরের বাজানো পিয়ানোর ভিডিও এরই মধ্যে গুগল, এবিসি, ফক্স, এনবিসি, ইএসপিএনসহ প্রখ্যাত গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।