ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

অফবিট

ডিম বাঁচাতে ট্রাক্টর থামিয়ে দিলো মা পাখি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জুলাই ১২, ২০১৯
ডিম বাঁচাতে ট্রাক্টর থামিয়ে দিলো মা পাখি! ট্রাক্টর থামানোর চেষ্টায় মা পাখিটি। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন এক কৃষক। হঠাৎ ছোট্ট একটা পাখি পথ আগলে দাঁড়ায় তার, কিছুতেই সামনে এগোতে দেবে না। একটু খেয়াল করতেই বুঝলেন আসল ঘটনা।

ক্ষেতের মধ্যে ডিমে তা দিচ্ছিল ওই মা পাখিটি। এ কারণে, ওই পথে দৈত্যাকার(!) ট্রাক্টর আসতে দেখে ডানা মেলে পথ আগলে দাঁড়ায় সে।

যেভাবেই হোক, সন্তানদের রক্ষা করতে হবে!

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে এ ভিডিওটি

জানা যায়, সম্প্রতি চীনের ইউলানকাব শহরে ঘটেছে এ ঘটনা।  

ওই কৃষক পাখিটিকে দেখে শুধু ট্রাক্টরই থামাননি। গরমের কথা চিন্তা করে, তার বাসার কাছে গর্ত খুঁড়ে পানির বোতলও বসিয়ে দিয়েছেন তিনি।

টুইটারে ভিডিওটি প্রায় ৩১ হাজারবার দেখা হয়েছে। রিটুইট করেছেন শত শত মানুষ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।