[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ১ অগ্রহায়ণ ১৪২৫, ১৫ নভেম্বর ২০১৮
bangla news

চালকের ভুলে পাম্পে আগুন!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-২২ ১:৩০:৩৬ এএম
পাম্পজুড়ে লেগে গেছে আগুন, ছবি: সংগৃহীত

পাম্পজুড়ে লেগে গেছে আগুন, ছবি: সংগৃহীত

ঢাকা: পেট্রোল পাম্পে গ্যাস ভরতে এসে অদ্ভুত এক ভুল করে বসলেন এক চালক। তার ওই ভুলে পাম্পজুড়ে লেগে যায় আগুন। সম্প্রতি এমন ঘটনা ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়ায়। 

নিউ জার্সির হ্যাকেন্স্যাক শহরে ঘটছে এ ঘটনা। 

এক চালক পেট্রোল পাম্পে নিজের গাড়িতে গ্যাস ভরার পর পাইপসহ গাড়ি চালাতে শুরু করেন। এতে উপড়ে চলে আসে পাইপটি আর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় পাম্পে। তা দেখেই ছুটে আসেন কর্মীরা। কর্মচারীদের বুদ্ধিতে বড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে যায় ওই পেট্রোল পাম্পটি। যদিও ওই ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি। 

সিটিভিভি ফুটেজে দেখা যায়, গাড়িচালক পেট্রোল পাম্পে আসেন গাড়িতে গ্যাস ভরতে। গ্যাস ভরা শেষ হলে পাম্পের কর্মী গাড়ি থেকে পাইপ বের করার আগেই গাড়ি চালিয়ে বের হয়ে যান।  

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এপি/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache