ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

অফবিট

স্কুটারে চড়ে বিয়ে!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, অক্টোবর ১৬, ২০১৭
স্কুটারে চড়ে বিয়ে! স্কুটারে চড়ে বিয়ে!

সবাই চায় তার বিয়ের অনুষ্ঠানটি যেন হয় সবচাইতে সেরা। আর তাই ভিন্নধর্মী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে চমকে দেওয়ার প্রবণতা কাজ করে অনেকের মধ্যেই। এবার নিজের বিয়ের অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে স্কুটারে চড়ে বিয়ে করলেন এক প্রেমিকযুগল।

সংবাদমাধ্যম পিপলস ডেইলি সূত্রে জানা যায়, ভিন্নধর্মী এ বিয়েটি অনুষ্ঠিত হয় গত ১ অক্টোবর, চীনের তাইজিন শহরে। বর পেশায় একজন ডেলিভারি ম্যান।

প্রতিদিন স্কুটারে চড়ে শহরের বিভিন্ন স্থানে খাবার ডেলিভারি করেন তিনি।  

বিয়ের দিন বর-কনে একসাথে স্কুটারে চেপে উপস্থিত হন বিয়ের অনুষ্ঠানে। সেইসঙ্গে বরের শতাধিক সহকর্মী স্কুটারে চেপেই শরিক হন বিয়ের শোভাযাত্রায়। এরপর বর-কনে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন স্কুটারে চেপেই।

বিয়ের শোভাযাত্রার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয় ইউটিউবে। অভিনব এই বিয়ের অনুষ্ঠানটি শুধু স্থানীয় বাসিন্দাদেরই নজর কাড়েনি, সেইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদেেএর ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এনএইচটি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।