ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

অফবিট

ডায়নোসর ইয়াররিং ফর এ মর্ডান কেভম্যান

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, নভেম্বর ১৯, ২০১৬
ডায়নোসর ইয়াররিং ফর এ মর্ডান কেভম্যান

অলঙ্কারের কথা বলতে গেলে কানের দুল বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। নানা রকম আকৃতির দুলের প্রচলন দেখতে পাওয়া যায় সাজ-সজ্জায়।

অলঙ্কারের কথা বলতে গেলে কানের দুল বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। নানা রকম আকৃতির দুলের প্রচলন দেখতে পাওয়া যায় সাজ-সজ্জায়।

কেবল ফুলই নয়, নানা নকশায় হতে পারে কানের দুল। অনেক সময় ডিজাইনে তুলে ধরা হয় বিভিন্ন সময়কেও।

তবে একটি অলঙ্কারের দিকে তাকালে আপনার মনে হতে পারে, কোনো একটি সময়ই নেই সেটিতে। এ ধরনের ইতিহাস পূর্ববর্তী কানের দুলটি নিয়ে এসেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ওওও ওয়ার্কশপ।

অসাধারণ ডায়নোসর আকৃতির কানের দুলটি পাওয়া যাবে ‘ইটসি’তে।

ফ্যাশন ডিজাইনাররা একে বলছেন ‘ডায়নোসর ইয়াররিং ফর এ মর্ডান কেভম্যান’।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।