ঢাকা, শুক্রবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

ট্রাম্পের পক্ষে বাজি ধরে কিস্তিমাত!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ট্রাম্পের পক্ষে বাজি ধরে কিস্তিমাত!

দুনিয়ার সব মিডিয়ার জরিপ যখন বলছিল হিলারিই জিতবেন, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ ধনকুবের ভিনসেন্ট চেঙ্গিজ। বাজি ধরেছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। আর সে বাজিতে জিতে করেছেন কিস্তিমাত। তার অ্যাকাউন্টে জমা হবে এখন ১২ লাখ পাউন্ড।

অফবিট ডেস্ক: দুনিয়ার সব মিডিয়ার জরিপ যখন বলছিল হিলারিই জিতবেন, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ ধনকুবের ভিনসেন্ট চেঙ্গিজ। বাজি ধরেছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে।

আর সে বাজিতে জিতে করেছেন কিস্তিমাত। তার অ্যাকাউন্টে জমা হবে এখন ১২ লাখ পাউন্ড।

metro.co.uk-র প্রতিবেদনের শিরোনাম: ‘Vincent Tchenguiz wins £1.2 million after betting on a Trump victory’

বাজি জেতার পর মেট্রো ইউকে-কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিটেনের ৬০ বছর বয়সী এই সম্পত্তি ব্যবসায়ী বলেন, ‘‘ট্রাম্প সত্যি সত্যিই জিতে গেছেন দেখে লোকজনকে হতবাক হতে দেখে আমি নিজে বরং অবাকই হয়েছি। ...আমি ঘুমাতে যাচ্ছিলাম। এমন সময় ফক্স নিউজে সুইচ অন করেই বুঝে যাই লোকজন যতোই যা বলুক, হিলারি জিততে পারবেন না। তাই আমি টিভি দেখা চালিয়ে যেতে থাকি। ’’

বাজি জেতায় তিনি আনন্দিত। তবে ট্রাম্পের প্রতি নিজের মনোভাবটা আসলে কি সেটা তিনি জানাতে রাজি নন: ‘‘(ট্রাম্প জেতায়) আমি কি খুশি হয়েছি? খুশি হয়েছি কি হইনি, সে ব্যাপারে কোনো মন্তব্য করবো না। ’’

তিনি শুধু ঘুরিয়ে ফিরিয়ে এটুকু বলেছেন: ‘‘দেখা যাক অবস্থা কোন দিকে মোড় নেয়। তার (ট্রাম্পের) কিছু পলিসি খুবই ভাল। তবে কিছু পলিসি তাকে ঢেলে সাজাতে হবে। ’’

অবশ্য ভিনসেন্ট চেঙ্গিজ একটা ব্যাপারে নিশ্চিত; আর তা হচ্ছে, ট্রাম্পের সময়ে ‘ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে’।

ট্রাম্প যে চাকরি বাকরি আমেরিকায় আবার ফিরিয়ে আনতে চান সে ব্যাপারটাকে ভিনসেন্ট চেঙ্গিজ ইতিবাচক হিসেবেই দেখছেন। তার মতে, ‘‘আমেরিকার মতোই ইউরোপ থেকেও চাকরি বাকরি সব চলে যাচ্ছে চীনে আর দূর প্রাচ্যে। আমেরিকা ও ইউরোপে এখন প্রবৃদ্ধির চাকা থেমে গেছে। ’’

জয়তু চেঙ্গিজ! একেই বলে বাজি জিতে কিস্তিমাত!

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেডএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।