ঢাকা, শনিবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

কুমিরকে ঘোড়া বানালো ব্যাঙ!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
কুমিরকে ঘোড়া বানালো ব্যাঙ!

বাঘের পিঠে চড়া বড়ই বিপজ্জনক। আর কুমিরের পিঠে চড়া কি কোনো অংশে কম! নাহ, “ভয়কে মোরা জয় করিব হেসে” -এমন মন্ত্রে কুমিরকে ঘোড়া বানিয়ে মজা লুটেছে একটি ব্যাঙ পরিবার।

অথচ স্বভাবহিংস্র বলে পরিচিত নোনা জলের কুমির দেখলে সাহসী লোকেরাও ভয়ে নিরাপদ দূরত্বে পালায়।

“মোস্ট পপল উড রান এ মাইল ইফ দে কেম ফেইস টু ফেইস উইথ এ সল্টওয়াটার ক্রোকোডাইল”- কথাটা আমার নয়, দ্য মিরর পত্রিকার।

ওই ব্যাঙের দল কুমিরের পিঠে চড়লো তো চড়লোই, এমনকি পত্রিকার আলোকচিত্রির জন্য সানন্দে পোজও দিলো-‘After clambering up one by one onto the croc's scaly skin, the preening amphibians even turn and pose for the delighted cameraman’।

বুঝুন এবার ব্যাঙের সাহস! দ্য মিরর অবিশ্বাস্য মুহূর্তটির সচিত্র প্রতিবেদনের শিরোনাম করেছে:
‘These incredible pictures capture the moment a family of frogs ride on the back of a crocodile’।

প্রতিবেদনে পুরো ঘটনাটির আনুপূর্বিক বর্ণনা তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়, ব্যাঙের দল কুমিরটির পাশে এসে প্রথমে শান্তভঙ্গিতে বসে থাকে। এরপর একটি সাহসী ব্যাঙ কুমিরটির পিঠে চড়ে বসে। এরপর পাঁচটি ব্যাঙ একটির পর আরেকটি চেপে বসে। এরপর ব্যাঙগুলো ক্যামেরার দিকে চেয়ে পোজও দেয়!

ব্যাঙগুলোর মধ্যে ভয়-ডরের কোনো লক্ষণই ছিলো না। বরং ওরা বেশ মজাই পাচ্ছিলো কুমিরটাকে ঘোড়া বানিয়ে। প্রথম ব্যাঙটি হতভম্ব কুমিরটির একদম গলার কাছটিতে চড়ে বসেছিলো –‘But the frogs clearly weren't intimidated, feeling comfortable enough to form a conga line’।

এই অবিশ্বাস্য ছবিটি তোলা হয়েছে ইন্দোনেশিয়ার তাংগেরাং এলাকায়। ছবি তুলেছেন ৩৬ বছর বয়সী জাকার্তান তান্তো ইয়েনসেন ক্যানন ইওএস ৬০ডি মডেলের ক্যামেরা দিয়ে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।