ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

৮,৭৩০০০ ডলার দামি বিয়ের পোশাক!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
 ৮,৭৩০০০ ডলার দামি বিয়ের পোশাক!

টাকায় কী না হয়! টাকা থাকলে বাঘের চোখও নাকি কিনতে মেলে। যারা ধনকুবের তাদের কাছে টাকা কখনও কখনও স্রেফ ‘হাতের ময়লা’।

ধনকুবেরদের কেউ কেউ এমনসব বিলাস ব্যসন করেন, যা দেখে দুনিয়াশুদ্ধ লোকের চোখ কপালে ওঠে।

তেমনি এক ঘটনা ঘটিয়েছেন রাশিয়ার এক তেল-ব্যবসায়ী। তার কন্যা মাদিনা শোকিরোভার বিয়েতে কোটি কোটি ডলারের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। মেয়ের জন্য বিয়ের যে পোশাকটা তিনি তৈরি করিয়েছেন, সেটির পেছনেই ব্যয় হয়েছে ৮,৭৩০০০ ডলার।

খবরের শিরোনামটা পড়ুন: ‘World's most lavish wedding? Daughter of oil tycoon weds in $873,000 dress’

বিয়ের পোশাকটা তৈরি করেছে ব্রিটিশ ফ্যাশন হাউস রালফ অ্যান্ড রুশো (Ralph & Russo)। দুনিয়ার নানান মূল্যবান মনিমুক্তো খচিত এই বিয়ের পোশাকটি দেখে নাকি আমন্ত্রিতদের চোখ ধাঁধিয়ে গেছে। না ধাঁধিয়ে উপায় কী!
ভাগ্যবান বরটির পুরো নাম জানা যায়নি। ‘সাদর’—এই একটিমাত্র শব্দে তার নাম জানানো হয়েছে।

মস্কোর র‌্যাডিসন রয়্যাল কংগ্রেস পার্ক হোটেলে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৯০০০ অতিথি। এ কারণে বিশাল আর উঁচু এক কেক বানানো
হয়েছিল অনেকটা রাজপ্রাসাদের অবয়বে—‘Which may explain the need for such a gargantuan cake.’

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।