bangla news

১২০১ দম্পতির পুনর্বিয়ে !

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১০-১১ ১০:৪৩:১৪ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানের কালামাজুতে অবস্থিত ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সঙ্গে পুনর্বিয়ে করলেন ১২০১ দম্পতি। বিশাল আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের নবায়ন হয়ে গেলো। আর তাতে সৃষ্টি হলো নতুন বিশ্ব রেকর্ড। গিনেস বুক অব রেকর্ডসে উঠলো তাদের নাম। গত শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। 

যুক্তরাষ্ট্রের মিশিগানের কালামাজুতে অবস্থিত ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সঙ্গে পুনর্বিয়ে করলেন ১২০১ দম্পতি। বিশাল আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের নবায়ন হয়ে গেলো। আর তাতে সৃষ্টি হলো নতুন বিশ্ব রেকর্ড। গিনেস বুক অব রেকর্ডসে উঠলো তাদের নাম। গত শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। 

এর আগে ২০০৯ সালে ওহাইও মিয়ামি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজনে যে রেকর্ড গড়া হয়েছিলো মিশিগানের আয়োজন তা ভেঙ্গে দিলো। সে বছর ১০৮৭ দম্পতি পুনর্বিয়ে সম্পন্ন করেন।


 
ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ডান ও তার স্ত্রী লিন্ডাও ছিলেন এই দম্পতিদের তালিকায়।
 
এতে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপানের দম্পতিরা ছিলেন। এছাড়া ছিলেন ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির সাবেক দুই শিক্ষার্থী দম্পতি, যাদের বিয়ে হয়েছিলো ১৯৪৩ সালে।
 
অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন কালামাজুর মেয়র ববি হোপওয়েল।
 
বাংলাদেশ সময় ১৪০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমএমকে/আরআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অফবিট বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2016-10-11 10:43:14