ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

অফবিট

একসঙ্গে ৮০ বছর পার!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
একসঙ্গে ৮০ বছর পার!

পেনসিলভানিয়ার এক দম্পতি ৮০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। স্বামী ও স্ত্রী দুজনই ১০২ বছর বয়সী।

রবার্ট ও এডিথ মায়ে স্কমের পরিচয় স্কুলজীবনে। ১৯৩৬ সালে তাদের পরিচয় হয়।

১৯৪২ সালে তারা বিয়ে করেন। ২৬ ডিসেম্বর তারা বিবাহবার্ষিকী পালন করেন।  

এক টিভি সাক্ষাৎকারে এডিথ বলেন, আমরা একে অপরকে ধরে আছি।  

রবার্ট বলেন, আমার ধারণা এর পেছনে গোপন কথা হলো রাগ নিয়ে ঘুমাতে যাবেন না।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে দীর্ঘ দাম্পত্য জীবন ৮৬ বছর ২৯০ দিন। হার্বার্ট ও জেলমাইরা ফিশার দম্পতির এই রেকর্ড। ২০১১ সালে হার্বার্ট মারা যান।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।