ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

নিউইয়র্ক

জিএফএমডি’র ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
জিএফএমডি’র ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঢাকা: গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) তৃতীয় থিমেটিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) জাতিসংঘ সদর দফতর নিউইয়র্কে বাংলাদেশি প্রতিনিধির সভাপতিত্বে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে বাংলাদেশের হাত ধরে জাতিসংঘ সদর দফরে জিএফএমডি আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ওয়ার্কশপের প্রতিপাদ্য বিষয় ছিলো-‘মাইগ্রেশন ফর পিস, স্ট্যাবিলিটি অ্যান্ড গ্রোথ’।

জিএফএমডি'র চেয়ারম্যান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে ওয়ার্কশপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান ইলিয়াসন, জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা কারেন আবু জায়েদ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) উপ-মহাপরিচালক ও ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন বিষয়ক কমিশনার নেভিন মিমিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের অভিবাসন বিশেষজ্ঞ মিজ ক্যাটলিন নিউল্যান্ড প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ