নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ‘ব্যুরো অব ইন্টারন্যাশনাল ইনফরমেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর ম্যাকন ফিলিপস চার দিনে সফরে বাংলাদেশে আসছেন।
৮ জুন (রোববার) থেকে ১১ জুন (বুধবার) পর্যন্ত মার্কিন এই উর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় অবস্থান করবেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ঢাকায় অবস্থানকালে তিনি টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞ, তরুণ সমাজের প্রতিনিধি, সিভিল সোসাইটির নেতৃবৃন্দসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্ট’ এ ‘পরিবেশ দিবস উদযাপন ও ‘এন্টারপ্ল্যানারশিপ ইনিসিয়েটিভ’ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ম্যাকন ফিলিপস।
বাংলাদেশ সফরের পর তিনি পরদিনই কাজাখাস্তান সফরে ঢাকা ত্যাগ করবেন। ১২ জুন (বৃহস্পতিবার) থেকে ১৫ জুন (রোববার) কাজাখাস্তানের আলমাতিভি এবং ১৫ জুন (রোববার) থেকে ১৭ জুন (মঙ্গলবার) এস্তোনা শহর সফর করবেন।
এস্তোনাতে তিনি গণমাধ্যমের নির্বাহী, সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটি নেতৃবৃন্দর সঙ্গে সাক্ষাত করবেন। আলমাতিভিতে গণমাধ্যম কার্যালয় পরিদর্শন, বিশ্ববিদ্যালযের নেতৃবৃন্দ, টেলিকমিউনিকেশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। সেখানে নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে প্রশিক্ষণে স্টেট ডিপার্টমেন্টের ‘টেক ফোরাম’ এ অংশগ্রহণ করবেন মার্কিন এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৪