ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে: বান সুন-টিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ৬, ২০১৪
বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে: বান সুন-টিক

ঢাকা: বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সত্যিই অনেক দূর এগিয়ে গেছে। উন্নয়ন-সাফল্যের এই ধারাকে অব্যাহত রাখতে রাষ্ট্রসঙ্ঘের সকল সদস্যকে বাংলাদেশের সবক্ষেত্রে সহযোগিতা জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুন-টিক।



তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সর্বক্ষেত্রে তাদের সহযোগিতা করুন। বাংলাদেশের উন্নয়নে নারীরা প্রশংসনীয় ভূমিকা রাখছে। ”

নারী শিক্ষার অগ্রগতিতেও বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল হিসাবে কাজ করছে বলেও উচ্ছ্বসিত প্রশংসা করেন বান সুন-টিক।

বৃহস্পতিবার বিকালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে দ্যা ইউনাইটেড নেশনস ডেলিগেশন ওমেন’স ক্লাব (ইউএনডিডব্লিউসি) ও মিসেস সেলিনা মোমেন আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুন-টিক এসব কথা বলেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জাতিসংঘের নারীদের এ সংগঠনটির সভাপতি তাকতুলা এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশ্বের সকল সদস্য দেশের জন্য ইন্সপায়ার হিসেবে কাজ করেন। আর তার স্ত্রী মিসেস বান কি মুন নারীদের এ সংঘটনটির ইন্সপায়ার। তার নেতৃত্বে সংগঠনটি বিশ্বে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।

নারী শিক্ষা ও তাদের কাজের ক্ষেত্র প্রসারে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী পথ প্রদর্শক, উল্লেখ করেন ড. এ. কে আব্দুল মোমেন।

অনুষ্ঠানে সেলিনা মোমেনের বাংলাদেশকে নিয়ে নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। সদস্য দেশসমূহের প্রতিনিধিরা এর প্রশংসা করেন। ভিডিওটির মূল বিষয় ছিল ‘যুদ্ধ নয়, শান্তি’।

শেষে ৠাফেল ড্র’র আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেলিনা মোমেন।

সব শেষে অতিথিদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ