ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

বাংলা সংস্কৃতি বিকাশে টোটাল ক্যাবল ও গান বাংলা চুক্তি

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মে ২৮, ২০১৪
বাংলা সংস্কৃতি বিকাশে টোটাল ক্যাবল ও গান বাংলা চুক্তি

নিউইয়র্ক: প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশের প্রত্যয় নিয়ে নর্থ আমেরিকার সর্ববৃহৎ বাংলাদেশি টেলিভিশন কেবল অপারেটর প্রতিষ্ঠান টোটাল ক্যাবলে যুক্ত হলো বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল ‘গান বাংলা’।

‘গান বাংলা’ এর ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপস এবং টোটাল ক্যাবলের সিইও আহমদুল বারভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় সেখানে ‘গান বাংলা’র ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশের স্বনামখ্যাত রূপসজ্জা বিশেষজ্ঞ ফারজানা মুন্নিও উপস্থিত ছিলেন ।

টোটাল ক্যাবলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হাবিব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৌশিক হোসেন তাপস বলেন, বাংলাদেশের একমাত্র মিউজিক চ্যানেল হিসেবে ‘গান বাংলা’কে উত্তর আমেরিকার দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত।

বাংলাদেশি মালিকানাধীন আইপি টিভি প্রতিষ্ঠান টোটাল ক্যাবল আমেরিকার সর্ববৃহৎ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান হওয়ায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান।
 
টোটাল ক্যাবলের সিইও আহমদুল বারভূঁইয়া বলেন, বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তার গৌরবোজ্জ্বল অহংকারকে লালন করেই টোটাল ক্যাবল নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যেতে পথ দেখাবে।

তিনি তার বক্তব্যে আরো  বলেন, বাংলাদেশ সরকারের লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি টেলিভিশন চ্যানেল যেমন দেশের দর্শকরা দেখতে পারেন, তেমনি বাংলাদেশি প্রতিটি চ্যানেল প্রত্যেক প্রবাসীরও দেখার অধিকার রয়েছে।

তিনি আরো বলেন, নর্থ আমেরিকায় টেলিভিশন দেখার ক্ষেত্রে টোটাল ক্যাবল প্রবাসী বাংলাদেশিদের প্রথম পছন্দ। টোটাল ক্যাবলের গ্রাহক সংখ্যা বর্তমানে ২০ হাজার ছাড়িয়ে গেছে বলেও জানান তিনি।

‘গান বাংলা’র ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ফারজানা মুন্নি বলেন, টোটাল ক্যাবলের সঙ্গে ‘গান বাংলা’র চুক্তি প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশের পথে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

টোটাল ক্যাবলের প্রধান কারিগরি কর্মকর্তা হাবিব রহমান বলেন, টিবিএন টোয়ান্টিফোর, টিবিএন মিউজিক, টিবিএন সিনেমা এবং টিবিএন ওয়েদার নামে টোটাল ক্যবালের নিজস্ব চারটি চ্যানেল খুব শিগগিরই আনুষ্ঠানিক সম্প্রচারে আসবে। টিবিএন স্পোর্টস ও টিবিএন ইসলাম নামে আরো দুটি চ্যানেল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে টোটাল ক্যাবল এবং এর নিজস্ব চারটি চ্যানেল সম্পর্কে অভিমত তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রথিতযশা লোকসংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায় ‘গান বাংলা’ এর সঙ্গে টোটাল ক্যাবলের এই  চুক্তির প্রশংসা করে বলেন, প্রবাসে বাংলা গান ফেলে আসা  বাংলাদেশকেই মনে করিয়ে দেবে বারবার।

তিনি আশা প্রকাশ করেন, টিবিএন বাঙালি সংস্কৃতির ঐহিত্যকে তুলে ধরবে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক সংগীত শিল্পী শহীদ হাসান প্রবাসে দেশের বাংলা টেলিভিশনগুলোর প্রচারের পাশাপাশি নিজস্ব টেলিভিশন কার্যক্রম টিবিএন চালু করায় টোটাল ক্যাবলকে ধন্যবাদ জানান।

অতিথিদের বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে টোটাল ক্যাবল এবং টিবিএন-এর সিইও আহমদুল বারভূঁইয়া দ্রুততম সময়ের মধ্যে চ্যানেলগুলোর আনুষ্ঠানিক সম্প্রচার শুরুর আশ্বাস দেন।

তিনি টিবিএন টোয়ান্টিফোর কার্যালয়কে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

আহমদুল বারভূঁইয়া বলেন, টিবিএন টোয়ান্টিফোর হবে প্রবাসে নতুন ও পুরনো প্রজন্মের মেলবন্ধন এবং বাঙালি সংস্কৃতির চর্চা ও বিনিময় কেন্দ্র।

অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ