ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নববর্ষ সংখ্যা

অন্ধকার ।। মাহমুদ আল জামান

কবিতা / বাংলা নববর্ষ বিশেষ সংখ্যা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
অন্ধকার ।। মাহমুদ আল জামান অলঙ্করণ: সুমন

অষ্টাদশ শতাব্দীর অন্ধকার বুকে নিয়ে
বসে আছি। জলাজঙ্গলের
রহস্যে হাঁটতে হাঁটতে
খুঁজে চলেছি জুঁই টগরের
অপার আনন্দ।

কিন্তু বিষাদ কিছুতেই ছেড়ে যাচ্ছে না
শরীর জুড়ে, মন জুড়ে, হৃদয় জুড়ে
                            লেপ্টে আছে অন্ধকার
ট্রেনের জানালা দিয়ে
ফ্ল্যাগ ইস্টিশনে সেদিন দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম
ভাঙা সংসারের টুকিটাকি এবং ক্যাম্বিসের ব্যাগ হাতে
একটি ম্নান মুখ
সে কেবলই ডাকছে রজ্জব, রজ্জব এক গ্লাস জল
লোকটি তো এলো না
অপেক্ষা আর কান্নার এমন বেদনাবিধুর
মুখ আমি দেখিনি
এখনো জেগে দেখি সেই মুখ
সমুদ্রের জলস্রোতে সেই মুখ
পুঞ্জীভূত মেঘের ধ্বনিতে সেই মুখ
অষ্টাদশ শতাব্দীর অন্ধকার বুকে নিয়ে
বসে আছি

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নববর্ষ সংখ্যা এর সর্বশেষ