ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নববর্ষ সংখ্যা

চৈত্রের চিঠি ।। মহাদেব সাহা

কবিতা / বাংলা নববর্ষ বিশেষ সংখ্যা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
চৈত্রের চিঠি ।। মহাদেব সাহা অলঙ্করণ: সুমন

আজ আমি পড়ন্ত ফাল্গুন, তাকিও না এই ঝরেপড়া
                                               চৈত্রের দিকে,
তাকিও না এই নিথর চোখের দিকে
ছায়াহীন নিষ্পত্র বৃক্ষের দিকে;
তার চোখে আজ শুধু খাঁ খাঁ গ্রীষ্ম, দগ্ধ দুপুর
এখানে কোথায় তুমি মেঘের মাধুর্য পাবে, শান্তিজল
                                                       পাবে।
ফাল্গুন ফুরিয়ে গেছে আজ তার শুধু ঝরাপাতা।



যতোই দেখতে চাও আজো তার হাতে জাদু
উড়ন্ত ঝরণার দৃশ্য,
কিন্তু সেখানে এখন শুধু নিভে-যাওয়া মোম
বাতাসের দীর্ঘশ্বাস,
এই লজ্জিত মুখের দিকে ঘুরি তাকিয়ো না।

পরাজিত মানুষের উপাখ্যান যতো ছোট হয়
                                       সেই ভালো
তাকে আর দিও না বর্ষার পত্র,
বৃষ্টির ভরা আমন্ত্রণ
চৈত্রে পুড়ে তাকে আজ শুদ্ধ হতে দাও।

ফাল্গুনের নামে দিও না মাতাল শিস, বর্ষার নামে অধিক বর্ণনা
নির্জন ফুলের মতো আজ কাকে একা থাকতে দাও,
দিও না নিষিদ্ধ ফল, গোপন ইশারা
ফাল্গুন হয়েছে শেষ, তাকে দাও
                                   চৈত্রের গেড়ুয়া।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নববর্ষ সংখ্যা এর সর্বশেষ