ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নববর্ষ সংখ্যা

কালবোশেখী ।। আল মাহমুদ

কবিতা / বাংলা নববর্ষ বিশেষ সংখ্যা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
কালবোশেখী ।। আল মাহমুদ অলঙ্করণ: সুমন

কোথায় যাব কোথায় বাড়ি কোথায় হবে শেষ
ঝড়ের বাতাস টানছে আমায় টানছে নিরুদ্দেশ
উড়িয়ে নিল বসন, শাড়ি আঁচল উড়ে যায়
হাত বাড়ালেই ধরতে পারি দক্ষিণা হাওয়ায়
আঁচলখানি ধরি যদি ধরতে তো চায় মন
ঝড়ের বাতাস পাতা উড়ায়, ঝড়ের আয়োজন
পা বাড়িয়ে পথে নামি পথের কী শেষ আছে
গাছের ডালে বসছে পাখি শব্দ গাছে গাছে

কালবোশেখী ঝিলিক মারে কালো মেঘের সাজ
শরম নাই লো ও যুবতী নাই বুঝি তোর লাজ
ঘোমটাখানি দিলাম তুলে সিঁথির ’পরে টান
ঝড়ের সাথে খড়ের কুটো আনছে ডেকে বান
ওড়ার মাঝে জোড়ার পাখি খুঁজছে সাথী তার
কোথায় সাথী কালো রাতি নামল কী আঁধার!

চৈতালি সন্ধ্যা
২৮ চৈত্র ১৪২০
গোমতী আয়শা ভিলা

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নববর্ষ সংখ্যা এর সর্বশেষ