ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে দেড় কোটি টাকার তক্ষক জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, নভেম্বর ৩০, ২০২২
সুনামগঞ্জে দেড় কোটি টাকার তক্ষক জব্দ 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক জব্দ করেছে বিজিবি। কিন্তু এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

 

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৭টার সময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় গ্রাম থেকে তক্ষক জব্দ করা হয়।  

বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির সুবেদার মো. সাইদুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাধাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থানে বাংলাদেশী তক্ষক উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। কন্তিু এর সাথে কাউকে আটক করতে পারেনি।  

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, উদ্ধার করা তক্ষকটি বনবিট কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।