ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাদকের সাথে যুক্ত না হওয়ার শপথ নিলেন ২০ কারবারি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
মাদকের সাথে যুক্ত না হওয়ার শপথ নিলেন ২০ কারবারি 

ফেনী: মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০ জন মাদক কারবারি মাদক বিরোধী শপথ নিয়েছে।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের হল রুমে মাদক বিরোধী গণসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গকলান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিদর্শক অজয় মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের প্রায় ২০ জন মাদক কারবারিকে  শপথ বাক্য পাঠ করান ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ। এ সময় ২০ জন মাদক কারবারিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী, সোনাগাজী মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান।  

বক্তব্য রাখেন, মাস্টার কামাল উদ্দিন, এলাকাবাসীর পক্ষে আমিনুল ইসলাম মীরান, মাদককারবারি জ্ঞান দাস, মো. ইব্রাহিম ভূলু, মো. মোমিনুল হক।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।