ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

মুনিম হোসেন খন্দকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

লালমনিরহাট: লালমনিরহাটে সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে আ’লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।

এ ঘটনায় সরকারি দলের সমর্থকরা দুটি বাস ও একটি ট্রাক ভাঙচুর এবং লালমনিরহাট-রংপুর মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।



বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় লালমনিরহাট সদর উপজেলার মোস্তাফি এলাকায় শুকানদীঘি নামের একটি পুকুর দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে রাত সোয়া ১১টায় বাংলানিউজকে বলেন, ‘এখন সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। ’

তিনি বলেন, ‘পুলিশের হস্তক্ষেপে রাত পৌনে ১০টা থেকে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়। ’

সৃষ্ট ঘটনায় কোনো পই থানায় মামলা কিংবা অভিযোগ করেননি বলে উল্লেখ করে তিনি বলেন, যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও স্থানীয় কিনিকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।