ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় মুক্তিযোদ্ধা আলতাফ হত্যা মামলার আসামি মহব্বত `ক্রসফায়ারে` নিহত

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

খুলনা: খালিশপুরের মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হত্যা মামলার প্রধান আসামী খালিশপুর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংস্কৃতিক সম্পাদক ফজলুর রহমান মহব্বত (৪২) র‌্যাবের `ক্রসফায়ারে` নিহত হয়েছেন।

জেলার ডুমুরিয়া উপজেলা ও খালিশপুর থানার সীমান্তবর্তী রায়েরমহল বাইপাস সড়কে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।



বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত ফজলুর রহমান মহব্বত খালিশপুর এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে।

খালিশপুর থানা অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) পরিদর্শক শফিকুল আলম বাংলানিউজকে জানান, র‌্যাব-৬ এর একটি দল রায়েরমহল এলাকায় টহল দিচ্ছিলেন। এময়ে ৩ জন আরোহী মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন। র‌্যাব সদস্যরা তাদের থামার জন্য সংকেত দিলেও তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে একজন গুলিবিদ্ধ হন। অন্য দু`জন পালিয়ে যান।   গোলাগুলিতে ফজলুর রহমান মহব্বত ঘটনাস্থলে নিহত হন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।