ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকিস্তানে বন্যার্তদের সেবা শেষে শনিবার দেশে ফিরছেন চিকিৎসকদল

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
পাকিস্তানে বন্যার্তদের সেবা শেষে শনিবার দেশে ফিরছেন চিকিৎসকদল

ঢাকা: পাকিস্তানে বন্যার্তদের চিকিৎসা-সহায়তা শেষে ৩৯ সদস্যের বাংলাদেশ চিকিৎসকদল শনিবার দেশে ফিরছেন।

পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক সহায়তার অংশ হিসেবে সরকার ওষুধ সরঞ্জাম ও চিকিৎসকদল পাঠানো হয়।

৬ সেপ্টেম্বর তারা পাকিস্তান যান।

স্বাস্থ্যসচিব হুমায়ন কবির বৃহস্পতিবার বাংলানিউজকে জানান, ‘চিকিৎসকদল শনিবার বেলা সোয়া একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ’

তিনিসহ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সেখানে উপস্থিত থাকবেন বলেও জানান স্বাস্থ্যসচিব।

পাকিস্তানের সাম্প্রতিক এ বন্যায় বাংলাদেশ ১৪ কোটি টাকার ত্রাণ সহায়তা দেয়।

স্বাস্থ্যসচিব জানান, পাকিস্তানের বন্যা দুর্গতদের সরকার ৫৪ টন ওষুধ, পাঁচ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, দুই হাজার হাইজিনিক কিট ও অন্যান্য সরঞ্জাম সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এছাড়া দশ হাজার কম্বল ও পাঁচ হাজার তাঁবু বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো হয়। ’

চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টসহ ৩৯ সদস্যের বাংলাদেশ মেডিক্যাল টিমের নেতৃত্বে আছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

দেশটির গত ৮০ বছরের ইতিহাসে ভয়াবহ এ বন্যায় প্রায় দুই কোটি মানুষ বন্যাদুর্গত হয়ে পড়ে। উত্তর-পশ্চিম অঞ্চলের প্রায় ১৪ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ভূমিধস ও পানিতে লাখ লাখ মানুষ সেখানে গৃহহীন হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন মানবিক সাহায্য হিসেবে পাকিস্তানে এক কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad