ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশাল: শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের পর বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন।

তিনি জানান, গত সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নৌযান শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর বরিশাল নদীবন্দরের পন্টুনে বরিশাল-ঢাকা রুটের লঞ্চগুলোকে বার্দিং (নোঙর) করা হয়। তবে যাত্রী না থাকায় কোনো লঞ্চ বরিশাল থেকে গত রাতে ঢাকা যায়নি। মঙ্গলবার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে লঞ্চগুলো যাত্রা করবে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে যথা নিয়মে বরিশালের অভ্যন্তরীণ ও বরিশাল-ভোলা-মজুচৌধুরীর হাট রুটে লঞ্চ চলাচল করছে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক দেওয়াসহ ১০ দফা দাবিতে গত শনিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টা থেকে সারাদেশে কর্মবিরতিতে যায় যাত্রী ও পণ্যবাহী নৌযান শ্রমিকরা। আর এতে বিপাকে পড়েন নৌ-যাত্রীরা।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার জানান, বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে সারাদেশে এ কর্মবিরতি করেছে নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।