ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে এনজিও’র ঋণ, কৃষকের কারাদণ্ড

ফিরোজ আমিন সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা আশা থেকে কৃষি ঋণ নিয়ে পরিশোধ না করার দায়ে সদর উপজেলার ভেলাজান গ্রামের কৃষক ইউসুফ আলীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৪২ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন।



বৃহস্পতিবার বিকেল ৫টায় ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত কৃষক ইউসুফ আলী বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণীতে জানা যায়, ইউসুফ আলী ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর বেসরকারি সংস্থা আশা থেকে ৫৬ হাজার ২৫০ টাকা  কৃষি ঋণ নেন। সময় মত ঋণ পরিশোধ করতে না পারায় তার বকেয়া থাকে ৪২ হাজার ৮৫০ টাকা। এরই অভিযোগে সংস্থার বালিয়াডাঙ্গী শাখা ম্যানেজার তৌহিদুল ইসলাম এ বছরের ১৪ মার্চ ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।