ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৩ ঘণ্টা বিদ্যুৎহীন ছিলো পঞ্চগড়

সাবিবুর রহমান সাবিব, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

পঞ্চগড়: বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে নদীতে পড়ে যাওয়ায় পঞ্চগড় পৌর এলাকাসহ সদর ও তেঁতুলিয়া উপজেলা প্রায় ২৩ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।

বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও-পঞ্চগড় ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে সদর উপজেলার বাগানবাড়ি গ্রামের পার্শ্ববর্তী করতোয়া নদীতে পড়ে যায়।



দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে পঞ্চগড়ের স্বাভাবিক কাজকর্ম।

প্রয়োজনীয় মেরামত শেষে ২৩ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় আবার বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়।

পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘২১০ ফুট উঁচু পোলে রাত ৪টা পর্যন্ত কাজ করার পর বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হয়। কিন্তু মাত্র ২০ মিনিটের মাথায় আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।