ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
পঞ্চগড়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার মিলগেট ও ধাক্কা মারা বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

তিনি বাংলানিউজকে বলেন, ভোক্তার চাহিদা নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি করি। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় সদর উপজেলার মিলগেট ও ধাক্কা মারা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ফিজিসিয়ান স্যাম্পল রাখার দায়ে সাইদুর ফার্মেসিকে এক হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রোজী ফার্মেসিকে দুই হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় করতোয়া হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করে তা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।