ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পুলিশের ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, ৩ দিন পর মিলল মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
পুলিশের ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, ৩ দিন পর মিলল মরদেহ

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক নোমানের (২৭) মরদেহ পাওয়া গেছে। ঘটনার তিন দিন পর তার মরদেহ মিলল।

রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার স্লুইস গেট থেকে পুলিশ নোমানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাতার খাল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় একদল যুবক জুয়া খেলছিল। সেখানে পুলিশ পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ৪ যুবক নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে ৩ জনের সন্ধান মিললেও নোমান নিখোঁজ হন।

 এ ঘটনায় নোমানের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মেঘনায় ভাসছিল যুবকের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।