ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এসএসসি পরীক্ষার্থীর বিয়ে ঠেকালেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসএসসি পরীক্ষার্থীর বিয়ে ঠেকালেন ইউএনও

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে ঠেকিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এসময় ওই ছাত্রীর মামাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেল শর্মা। তিনি জানান, ১৮ বছর পূর্ণ না হওয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ অপরাধে জড়িত থাকার দায়ে ওই ছাত্রীর মামাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত তার বিয়ে না দিতে পরিবারকে অঙ্গীকারও করানো হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘন্টা, ২৬ নভেম্বর, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।