ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাজরিন ট্র্যাজেডির দায়ীদের শাস্তিসহ ৫ দফা দাবি আইবিসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
তাজরিন ট্র্যাজেডির দায়ীদের শাস্তিসহ ৫ দফা দাবি আইবিসির

ঢাকা: তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিাল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। পাশাপাশি এ ঘটনার ১০ বছরেও দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডির ১০ম বার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০ বছর আগে তাজরিন গার্মেন্টসে আগুনে পুড়ে মারা যায় ১১৮ শ্রমিক। আহত হয় ২০০ জনেরও বেশি। গার্মেন্টস মালিকরা এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছে। কিন্তু এটি মোটেও দুর্ঘটনা নয়। এখানে গার্মেন্টসটির মালিকপক্ষের অবেহেলা রয়েছে। অগ্নিকাণ্ডের সময় গার্মেন্টসটির গেইটে তালা লাগানো ছিল।

তারা আরও বলেন, গার্মেন্টস কারখানাগুলোতে বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে মালিকপক্ষের এখনো উদাসীনতা রয়েছে। পাশাপাশি যাদের অবহেলায় এসব হৃদয়বিদারক ঘটনা ঘটছে তাদের শাস্তি নিশ্চিত হচ্ছে না।

মানববন্ধনে তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত এবং হতাহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়াসহ পাঁচ দফা দাবি জানান সংগঠনের নেতারা।

তাদের দাবিগুলো হলো- তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া; আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ চিকিৎসাসহ পূনর্বাসনের ব্যবস্থা করা;  গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা; শ্রম আইনে শাস্তি ও ক্ষতিপূরণ আইন সংশোধন করা; অবিলম্বে তাজরিন ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা।

আইবিসির সাবেক মহাসচিব কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাতক রাশেদুল আলম রাজুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা আমিরুল হক আমিন, রুহুল আমিন, জেড এম কামরুল আনাম, তৌহিদুর রহমান, তাহমিনা রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এসসি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।