ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে আদালতে বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

ফারহানা মির্জা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আদালত ভবনের ৩য় তলা থেকে লাফিয়ে পড়ে রোববার আত্মহত্যার চেষ্টা করেন বিচারপ্রার্থী মৌসুমী আক্তার (২০)। তাকে মুমূর্ষু অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ঢাকার কামরাঙ্গীরচরের আব্দুল জলিলের মেয়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মৌসুমী প্রতারণার শিকার হয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা গ্রামের আব্দুল লতিফের ছেলে তানভির রহমান হামিদকে বিয়ে করেন। বিয়ের পর দেখেন হামিদের আরও দুই বউ রয়েছে। এরপর তিনি ঢাকার আদালতে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন। মামলায় ১৫ সেপ্টেম্বর হামিদকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

মৌসুমী রোববার ওই মামলার কাজেই মুন্সীগঞ্জ আদালতে আসেন। এক পর্য়ায়ে তিনি আদালতের ৩য় তলার রেলিং থেকে লাফ দেন।

রাত দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এহসানুল করিম বাংলানিউজকে জানান, এখনও মৌসুমীর জ্ঞান ফেরেনি।

বাংলাদেশ সময় : ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।