ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিএসটিআই-এর লাইসেন্স না থাকায় দু’টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কাজুলিয়া বাজার ও জেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আল আমিন সরকার।

বিএসটিআই-এর পরিদর্শক আবুল মতিন জানান, ব্যবসায়ীরা বিএসটিআই-এর লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন কিনা তার তদারকিতে অভিযান চালানো হয়। এসময় কাজুলিয়া বাজারের জনি বেকারী লাইসেন্সবিহীন ভাবে পণ্য উৎপাদন ও বিক্রি করার দায়ে ওই বেকারীর মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া একই অপরাধে জেলা শহরের আলিফ হট কেক বেকারীর মালিককে ৫শ' টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়:১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।