ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পরিত্যক্ত সরকারি সম্পত্তি ৩ হাজার একর: ভূমিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

ঢাকা : ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেছেন, ‘সরকারের পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৮৭ দশমিক ৪০ একর। এর মধ্যে বেদখলে রয়েছে ১ হাজার ৯৪১ দশমিক ৮৭ একর।

বাকি ১ হাজার ১৪৫ দশমিক ৫৩ একর ইজারার মাধ্যমে সরকারের দখলে রয়েছে। ’

রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ ইমাজ উদ্দিন প্রাং এর এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও জানান, দেশের অর্পিত সম্পত্তি রয়েছে ৬ লাখ ৬০ হাজার ২২১ দশমিক ৩৮ একর। এছাড়া সরকারের ৭৪ হাজার ৭৬৪ একর খাস জমি অবৈধ দখলে রয়েছে।

অপর এক প্রশ্নের উত্তরে ভূমিমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত ২১ হাজার ৬৫৪ দশমিক ৪৩৪ একর খাস কৃষিজমি বন্দোবস্ত দিয়েছে। দেশের ৬১টি জেলার (৩ পার্বত্য জেলা ছাড়া)  ৪৩৬টি উপজেলার ৫৮ হাজার ২২৬টি পরিবারের মধ্যে এ খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেস্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।