ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর আদাবরে গৃহবধূর করুণ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় রোববার সকালে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে।

নিহতের নাম রিনা বেগম (৩৫)।



তিনি ৫/২ মোহনপুর আদাবরে স্বামী জামাল আলীর সাথে ভাড়া বাসায় থাকতেন। মৃত রিনা বেগমের স্বামী ট্যাক্সিক্যাব চালক।

স্থানীয় এবং পুলিশ সূত্র জানায়, ‘আনুমানিক সকাল ১০টার দিকে রিনা পা পিছলে বাথরুমে পড়ে গেলে গলা কেটে যায়। বাড়ির অন্য সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে রিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, বাথরুমের দরজা টিনের হওয়ায় টিনের কোণা লেগে তার গলা ৪ ইঞ্চির মতো কেটে যায়। প্রচুর রক্ত ক্ষরণের ফলেই রিনা বেগমের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

আদাবর থানার উপ-পরিদর্শক ছবির হোসেন বাংলানিউজকে জানান, ‘লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ’

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।