ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়ছড়া স্থলবন্দরে কয়লা আমদানি ১৮ দিন পর শুরু

মাসুম হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

সুনামগঞ্জ: আঠের দিন বন্ধ থাকার পর রোববার থেকে সুনামগঞ্জ বড়ছড়া স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে।

গত ৭ সেপ্টেস্বর অতিবৃষ্টির কারণে সৃষ্ট ঢলে বন্দরের ভারতীয় অংশের একটি সেতু ভেঙে যায়।

এর ফলে ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন ব্যতীত শুধু সরকারেরই প্রায় সাড়ে ৪ কোটি টাকার রাজস্ব তি হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপ। বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে আরো দু’ একদিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

স্থানীয় কয়লা আমদানিকারক সবুজ আলম বাংলানিউজকে জানান, ‘বৃষ্টি হলে ঢল ও পাহাড় ধসে স্থলবন্দরের ভারতের রাস্তা প্রায়ই ভেঙে যায়। এতে সরকার ও ব্যবসায়ীরা বিপুল তির সম্মুখীন হন। তিনি সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য আন্তঃরাষ্ট্রীয় উদ্যোগ দাবি করেন।

এ ব্যাপারে বড়ছড়া স্থলবন্দরে যোগাযোগ করা হলে অফিস সহকারী শাহজাহান জানান, ‘বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য ভারতের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। রাস্তার য়তি হলে তাদের মর্জিমাফিক মেরামত করে থাকে। ’

বাংলাদেশ সময়: ১৮২০, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad