ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ২১ জন আহত হয়েছে। রোববার ভোরে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এবং দুপুরে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।



আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডিউটি কন্ট্রোল অফিসার ফজলুল কাদের বাংলানিউজকে জানান, নগরীর নাসিরাবাদ এলাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখী একটি ট্রাক ভোর ছয়টার দিকে নগরীর দেওয়ানহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মো. শাহজাহান (৩৫) নামে এক শ্রমিক ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আহত হয় আরও ১৯ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।
 
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর তিনটার দিকে মইজ্জারটেক এলাকায় কাভার্ড ভ্যান ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হলে মো.সাবের (৪০) নামে এক মাছ ব্যবসায়ী মারা যান।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।