ঢাকা, শুক্রবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জুন ২০২৪, ২৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও কভার্ডভ্যান চাপায় দুটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

রোববার (১৩ নভেম্বর) পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।

 

নিহতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার গাছুনিয়া এলাকার আব্দুল আলিমের ছেলে মুসা মিয়া (৩৩) ও শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকার মো. ইউনুছ আলীর ছেলে লিটন মিয়া (৩৫)।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুরের কেওয়া পূর্ব খন্ড এলাকায় একটি টেক্সটাইল কারখানায় চাকুরি করতেন মুসা মিয়া। মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পলক সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মুসা মিয়ার মৃত্যু হয়।  

এদিকে মোটরসাইকেলযোগে লিটন মিয়া জৈনাবাজারের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের গুতার বাজার এলাকায় পৌঁছাযন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিটন মিয়ার মৃত্যু হয়।  

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২২২০, নভেম্বর ১৩, ২০২২ 
আরএস/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।