ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্বামীর মৃত্যুশোকে মারা গেলেন তিনিও

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, সেপ্টেম্বর ২৬, ২০১০

ভোলা:  ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে বজ্রপাতে স্বামীর মৃত্যুশোকে কাতর সমীরণ (৪৫) নামের এক নারী  রোববার সকালে মারা  গেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চরখলিফা ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক বাংলানিউজকে জানান, শনিবার বিকালে কলাকোপা গ্রামের কৃষক আব্দুস সোবাহান (৬০) তার ১০ বছরের শিশুকন্যাকে ইয়াসমিনকে নিয়ে বাড়ির পাশের বিলে ছাগল চড়াতে যান।

এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ইয়াসমিন গুরুতর আহত হয়।

 আহত ইয়াসমিনকে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বজ্রপাতে স্বামীর মৃত্যুতে মুষড়ে পড়া সমীরণ রোববার সকালে স্ট্রোক করে মারা যান। এ ঘটনায় কলাকোপা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফোরকান আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।